27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সভিরিদেনকোর অনুমোদন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের পার্লামেন্ট বৃহস্পতিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সভিরিদেনকোর নিয়োগ চূড়ান্ত করেছে। আইনপ্রণেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ৪৫০ আসনের পার্লামেন্টে ২৬২ জন সদস্য সভিরিদেনকোর পক্ষে ভোট দেন, যা একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।

যুদ্ধকালীন সময়ে পার্লামেন্টের কার্যক্রম সম্প্রচার না হওয়ায় সরাসরি ভোটের দৃশ্য দেখা যায়নি।

সভিরিদেনকো যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রাখেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের চুক্তিতে অগ্রাধিকার ভিত্তিতে অংশ নিতে পারবে। একইসঙ্গে, চুক্তিটি ইউক্রেনের পুনর্গঠনে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

ভোটের আগে পার্লামেন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু ভবিষ্যৎ চুক্তি আসছে, যা ইউক্রেনকে আরও শক্তিশালী করবে।

নতুন প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন অভিনন্দন জানিয়ে বলেন, “আপনার সঙ্গে আমরা পূর্ণভাবে আছি—ইউক্রেনের টিকে থাকা, পুনর্গঠন ও ইউরোপীয় ভবিষ্যতের লড়াইয়ে।”

তবে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এই নিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। হোলোস পার্টির সংসদ সদস্য ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বলেন, “এই সরকার মূলত প্রেসিডেন্ট জেলেনস্কির নির্দেশেই চলবে।”
সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...