Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
খ্রিস্টান ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নিসিয়া কাউন্সিলের ১,৭০০ বছর পূর্তি উপলক্ষে তুরস্ক সফরের আশা প্রকাশ করেছেন পোপ লিও। বৃহস্পতিবার ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এ বছরের শেষ দিকে তিনি তুরস্ক সফরে যেতে চান—এটাই হতে পারে তাঁর পোপ হিসেবে প্রথম বিদেশ সফর।
খ্রিস্টীয় ধর্মের প্রাথমিক শতকে যিশু খ্রিস্টের ঈশ্বর ও মানব রূপ নিয়ে মতভেদ দেখা দেয়। এই তাত্ত্বিক দ্বিধার সমাধান আনতেই ৩২৫ খ্রিস্টাব্দে তৎকালীন নিসিয়াতে (বর্তমানে তুরস্কের ইজনিক) অনুষ্ঠিত হয় প্রথম নিসিয়া কাউন্সিল।
পোপ লিও বলেন, “আমি আশা করি, কয়েক মাসের মধ্যেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নিসিয়া কাউন্সিলের বার্ষিক স্মরণে আয়োজিত ঐক্যবদ্ধ অনুষ্ঠানে।”
যুক্তরাষ্ট্র থেকে আসা ক্যাথলিক ও অর্থোডক্স তীর্থযাত্রীদের রোমের কাস্তেল গানদোলফোতে তাঁর গ্রীষ্মকালীন বাসভবনে স্বাগত জানান পোপ। সেখান থেকে তারা ইস্তাম্বুল সফরে যাবেন।
এ মাসের শুরুর দিকে, তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, পোপ লিও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে তাঁর তুরস্ক সফরের আগ্রহের কথা জানিয়েছেন।
গত ৮ মে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ নির্বাচিত হন লিও। এখনো কোনো বিদেশ সফর করেননি তিনি। তবে ফ্রান্সিস নিসিয়া কাউন্সিলের বার্ষিকীতে পূর্ব অর্থোডক্স চার্চের নেতা প্যাট্রিয়ার্ক বার্থলোমিউর সঙ্গে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বার্থলোমিউ ইঙ্গিত দিয়েছিলেন, ৩০ নভেম্বর হতে পারে এ সফরের সম্ভাব্য তারিখ।