Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
কর্পোরেট গভার্নেন্সে উন্নতির পরও বড় ধরনের অধিগ্রহণ চুক্তি জাপানে এখনও কঠিন—এবার সেই বাস্তবতা সামনে আনল ‘সেভেন অ্যান্ড আই হোল্ডিংস’।
কানাডীয় খুচরা বিক্রেতা আলিমেনতাসিওন কুশ-তার্ড বৃহস্পতিবার ৪৬ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাহার করে। ৭-ইলেভেনের মালিক সেভেন অ্যান্ড আই-র সঙ্গে “গঠনমূলক আলোচনা” সম্ভব হয়নি বলে দাবি করে তারা। বরং প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করেছে বলেও অভিযোগ।
সেভেন অ্যান্ড আই এক বিবৃতিতে বলে, তারা কুশ-তার্ডের সিদ্ধান্তে হতাশ এবং কিছু “ভুল উপস্থাপনা”র সঙ্গে একমত নয়।
যদি চুক্তিটি হতো, এটি হতো জাপানি কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি অধিগ্রহণ এবং বিশ্বব্যাপী একটি খুচরা জায়ান্টের জন্ম দিত।
জাপানে কর্পোরেট সংস্কার ও বিদেশি বিনিয়োগকারীদের চাপ থাকলেও, এখনো বড় কোম্পানিগুলো—বিশেষ করে যেগুলো প্রভাবশালী প্রতিষ্ঠাতা পরিবারের নিয়ন্ত্রণে—বাইরের প্রস্তাবে সাড়া দিতে অনিচুক।
সিএলএসএ-র জাপান বিশেষজ্ঞ নিকোলাস স্মিথ বলেন, “শুরু থেকেই সেভেন অ্যান্ড আই বাধা তৈরি করেছে। এটি মূলত ব্যবস্থাপনার সুবিধা রক্ষার চেষ্টা ছিল, বিনিয়োগকারীদের মুনাফা নয়।”
এদিকে কোম্পানিটি কিছু ব্যবসা ৫.৫ বিলিয়ন ডলারে বেইন ক্যাপিটালকে বিক্রি করছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে এমঅ্যান্ডএ কার্যক্রম ২৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটির বাজারে নতুন দিক নির্দেশ করছে। সূত্রঃ রয়টার্স