28.6 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

সিনেমায় বাবর হিরো, রউফ ভিলেন, হাসান আলী কমেডিয়ান — মজার মুডে সালমান আগা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ভাগে পৌঁছানো দলটি আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে।

ঢাকায় আসার আগেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন হালকা-ফান মেজাজে, ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে। তাঁর উত্তরগুলো রীতিমতো মজার!

এক প্রশ্নে সালমানকে জিজ্ঞাসা করা হয়, তিনি যদি সিনেমা বানান, তাহলে নায়ক-ভিলেন কারা হবেন? তিনি হেসে উত্তর দেন, “বাবর আজম হবেন হিরো, হারিস রউফ ভিলেন আর হাসান আলী হবেন কমেডিয়ান। আর ফখর জামান? ওকে গায়ক চরিত্রে মানায়।”

ক্রিকেটার না হলে কী হতেন? “ব্যবসায়ী,” জানালেন সালমান। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তাঁর ক্ষোভও প্রকাশ পেয়েছে। বলেন, “ক্ষমতা থাকলে মুছে ফেলতাম এসব!”

সালমান কবিতাপ্রেমী। প্রিয় কবি আল্লামা ইকবালের একটি পঙ্‌ক্তি আওড়ালেনও, “মুন্তাজির মেরে জাওয়াল কে হ্যায়…”—যার বাংলা ভাবার্থ, ‘আমার পতনের অপেক্ষায় অনেকেই, এমনকি আপনজনও আমার সাফল্যে বিস্মিত।’

দলের ভেতরের ডাকনামগুলোও জানালেন। “ফখর জামানকে সবাই ‘ফাউজি’ ডাকে, বাবর আজম হলো ‘ববি’।”

শেষ বলে ছয় রানের দরকার হলে কাকে ব্যাট করতে পাঠাবেন? সালমানের নির্ভরতা হাসান নওয়াজের ওপর—“পিএসএলে ওর ব্যাটিং ছিল দারুণ!”

- Advertisement -spot_img
সর্বশেষ

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান...