Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউরো-আ্যাটলান্টিক সংহতি বিষয়ক ডেপুটি প্রধানমন্ত্রী ওলগা স্টেফানিশিনা যুক্তরাষ্ট্রে দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন বিনা বিলম্বে। টেলিগ্রামে এ দেওয়া এক বার্তায় তিনি জানান, রাষ্ট্রদূত পদে আনুষ্ঠানিক অনুমোদন পর্যন্ত স্টেফানিশিনা ‘বিশেষ রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে’ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মজবুতে কাজ করবেন ।
ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈশাখী সংঘাতের পর বন্ধুর সম্পর্ক নিয়াৎস্ত্রকরণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কিয়েভ।
স্টেফানিশিনা ২০২০ সাল থেকে ইউক্রেনের ইউরোপীয় ও ইউরো-আ্যাটলান্টিক ইন্টিগ্রেশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময় ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রক্রিয়া শুরু হয় ।
বর্তমান রাষ্ট্রদূত অক্সানা মার্কারোভার দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে, কারণ রিপাবলিকান নেতারা তাকে ২০২৪ সালে নির্বাচনী কার্যক্রমে পক্ষপাতী হিসেবে অভিযোগ করেন, বিশেষ করে পেনসিলভানিয়ার বুলেটফ্যাক্টরি সফর কেন্দ্রীক করে ।
এর আগে ব্লুমবার্গ রিপোর্টে বলা হয়, জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপ করেছিলেন আফসুস মার্কারোভার বদল নিয়ে, যেখানে স্টেফানিশিনা ছিলেন প্রার্থী তালিকার অন্যতম ।
এই পদক্ষেপ কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে “বিশ্বাস ও সহযোগিতা” পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। সূত্রঃ রয়টার্স