29.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

রিয়েল এস্টেট কেলেঙ্কারিতে মিলানের মেয়র তদন্তের মুখে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ইতালির আর্থিক রাজধানী মিলানে রিয়েল এস্টেট বুমের পেছনে থাকা একাধিক বিতর্কিত প্রকল্প নিয়ে তদন্ত শুরু করেছে আইনপ্রবাহক সংস্থা। এতে তদন্তের আওতায় এসেছেন শহরের মেয়র বেপ্পে সালা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনটি নির্ভরযোগ্য সূত্র।

তদন্তে অভিযোগ করা হয়েছে, একটি বিল্ডিং পারমিট মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগে স্বার্থের সংঘাত  গোপন করেছেন মেয়র সালা। একইসঙ্গে ওই চেয়ারম্যানকে একটি প্রকল্পে অনুমোদন দিতে চাপও দিয়েছেন তিনি।

এর আগে শহরের নগর পরিকল্পনা কাউন্সিলর, রিয়েল এস্টেট কোম্পানি কোইমার প্রধানসহ ছয়জনের গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন।

মেয়রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইতালীয় দৈনিক কোরিয়েরে দেল্লা সেরা-তে প্রকাশিত এক মন্তব্যে সালা বলেন, “আমি কোনো অন্যায় করিনি। একজন মেয়র হিসেবে সংবাদপত্র থেকে জানতে হচ্ছে যে আমি তদন্তাধীন – এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের সহ-আয়োজক শহর মিলানের জন্য এই কেলেঙ্কারি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। ইতোমধ্যে জাতীয় ক্ষমতাসীন ডানপন্থী দলগুলো সালার পদত্যাগ দাবি করেছে।

তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সূত্র।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...