Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ২টার দিকে শহরের চকদেব পোস্ট অফিসপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “খোদাদত খান পিটুর বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতারকৃত পিটু নওগাঁ শহরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল হাই খানের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দীর্ঘদিন ধরে চলছিল। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল, আবার কেউ কেউ বলছেন— দলের ভাবমূর্তি রক্ষায় আইনপ্রয়োগকারী সংস্থার এমন পদক্ষেপ জরুরি ছিল।