26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

তুরস্কে আলোচনার ফল, নতুন করে ১,০০০ দেহ ফেরত দিল রাশিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

তুরস্কে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনার ফলস্বরূপ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের নিহত সেনাদের আরও এক দফা দেহ বিনিময় করেছে। বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ১,০০০ ইউক্রেনীয় সেনার মৃতদেহ কিয়েভকে হস্তান্তর করা হয়েছে, বিপরীতে ইউক্রেন ১৯ জন রুশ সেনার মৃতদেহ ফেরত দিয়েছে।

এই আলোচনা চলাকালে রাশিয়া ইউক্রেনের কাছে একগুচ্ছ কঠোর দাবি তোলে—এর মধ্যে রয়েছে পশ্চিমা  সামরিক সহায়তা প্রত্যাখ্যান এবং অধিকতর ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি। ইউক্রেন এই শর্তগুলোকে “গ্রহণযোগ্য নয়” বলে প্রত্যাখ্যান করেছে।

একইদিন কাতারের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়ার নতুন ধাপ শুরু হয়েছে। কাতারের মস্কো দূতাবাসের মাধ্যমে ১১ জন শিশু ইউক্রেনে এবং ৩ জন রাশিয়ায় পরিবারের কাছে ফিরেছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি শিশু পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ চলাকালে রাশিয়া প্রায় ২০,০০০ শিশু নিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) “শিশু অপহরণ ও অবৈধ স্থানান্তরের” অভিযোগে মামলা হয়েছে।

এদিকে ডোনেৎস্ক, খারকিভ ও জাপোরিঝিয়ায় রুশ বাহিনী নতুন এলাকা দখলের দাবি করেছে। ডোব্রোপিলিয়ায় একটি বাজারে রুশ বোমা হামলায় দুজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

এদিন ইউক্রেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া স্বিরিদেঙ্কোকে নিয়োগ দিয়েছে, যিনি যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির প্রধান আলোচকও।
সূত্র: আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...