26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সোহেল তাজের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় সোহেল তাজের বড় বোন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক শারমিন আহমদও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাৎকালীন একটি ছবি পোস্ট করেন, যেখানে অধ্যাপক ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদকে দেখা যায়।

শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ এবং একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।’

সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০০৯ সালে তিনি মন্ত্রিত্ব ছাড়েন এবং সক্রিয় রাজনীতি থেকেও বিরত থাকেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...