29.5 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি দিল্লির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশি নাগরিকদের “অনেক সংখ্যায়” ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দিল্লিতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা তো ভিসা দিচ্ছিই। নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, এবং অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।”

তবে ঠিক কত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে, সে সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, “এটা আমাকে জেনে বলতে হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-অগাস্ট থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে চিকিৎসা, পড়াশোনা এবং ব্যবসাসহ নানা কারণে ভিসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। দিল্লির সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলছে যে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, “যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে মেডিকেল ইস্যু, জরুরি প্রয়োজনে যাতায়াত, শিক্ষার্থীদের ভিসা ইত্যাদি।”

এদিকে, বুধবার গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “আমরা আমাদের অঞ্চলের যেকোনো পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখি এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।”

দিল্লির এই বিবৃতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভিসা জটিলতা নিয়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...