Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
টি-টোয়েন্টি ক্রিকেটের আবিষ্কার ক্রিকেটকে দিয়েছে নতুন রূপ। এই ক্ষুদ্র সংস্করণের বাণিজ্যিক রূপ—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—বিশ্বজুড়েই এখন জনপ্রিয়তার শীর্ষে। আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এলপিএল—প্রায় প্রতিটি টেস্ট খেলুড়ে দেশেই এখন জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হচ্ছে।
এই ফরম্যাটের সবচেয়ে আলোচিত অলরাউন্ডারদের একজন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। যিনি শুধু ব্যাটে-বলে দল জেতান না, কোটি কোটি টাকার মালিকও হয়েছেন এই লিগগুলোতে খেলেই।
তবে শুরুটা ছিল সংগ্রামের। রাসেলের মা স্যান্ড্রা ডেভিস চাইতেন ছেলে লেখাপড়া করে ভালো চাকরি করুক। কিন্তু রাসেল জানতেন, পরিবারকে সচ্ছল করতে হলে ক্রিকেটই তার পথ। মাকে বলেছিলেন, “দুই বছর সময় দাও, সফল না হলে যেটা বলবে করব।”
২০০৭ সালে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। ভয়ংকর পেস ও বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়েন নির্বাচকদের। ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেক।
২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়, তার সম্পদের পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকায়।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ৫৬১ ম্যাচে ৯,৩১৬ রান ও ৪৮৫ উইকেটের মালিক রাসেল। তার অলরাউন্ড নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্স তিনবার আইপিএল শিরোপা ঘরে তোলে।