26 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায় ফিরেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। আর ফিরেই বাজিমাত করেছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী, যা নিয়ে নিজেও বিস্মিত জেনেলিয়া। ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পাওয়া জেনেলিয়া বলেন, “গত ১০ বছরে খুব বেশি কাজ করিনি। কেবল কয়েকটি ওটিটি প্রজেক্ট ও বন্ধুদের আহ্বানে গানে কাজ করেছি। ভাবতাম, দর্শক হয়তো আমাকে ভুলে গেছে। তাই এখন দর্শকের ভালোবাসা পাওয়াটা আমার কাছে বিশাল কিছু।”
ছবিতে জেনেলিয়ার সহ—অভিনেতা আমির খান। জানা গেছে, আমিরই প্রথম চেয়েছিলেন তাকে ছবিতে অভিনয় করাতে। একদিন রীতেশ দেশমুখের সঙ্গে আলাপে আমির জানতে চান, জেনেলিয়া এখনো কাজ করছেন কিনা। ইতিবাচক উত্তর পেয়ে আমির পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন জেনেলিয়াকে। তিনি অডিশন দেন এবং পেয়ে যান গুরুত্বপূর্ণ চরিত্রটি।
জেনেলিয়া বলেন, “হ্যাঁ, ২০ বছর পর অডিশন দেওয়া অদ্ভুত মনে হতে পারে। কিন্তু আমার এতে কোনো আপত্তি নেই। বরং আমি দারুণ উৎসাহিত ছিলাম।” তিনি আরও বলেন, “আমি এই ছবির সাফল্য চেয়েছিলাম ওদের জন্য— যারা বিশেষভাবে সক্ষম। ছবিটি যেভাবে দর্শকের হৃদয় ছুঁয়েছে, তাতেই আমি আনন্দিত। ভালো কাজ করলে মানুষ সেটি গ্রহণ করে— এই বিশ্বাস আমার আগেও ছিল, এখন আরও দৃঢ় হলো।”
- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোনা জান’ গেয়েছেন কণা

বিনোদন ডেস্ক : নতুন একটি গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ‘সোনা জান’ শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে...