Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে নির্মাণাধীন ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ আগামী ৫ আগস্ট সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। রাজশাহী গণপূর্ত বিভাগ জানিয়েছে, ২০ জুলাইয়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।
স্মৃতি স্তম্ভটিতে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম এবং ১৯ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে। এটি নির্মিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, যার আওতায় দেশের ৬৪ জেলাতেই একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে।
রাজশাহীতে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভটির উচ্চতা ১৮ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা।
স্মৃতিস্তম্ভটির পাশেই আগে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে স্থাপিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ৫৮ ফুট উচ্চতা ও ৪০ ফুট প্রস্থের ম্যুরাল। তবে গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের সময় ম্যুরালটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিকৃতিটি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়, যা নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
রাজশাহী নগরবাসী বলছেন, ‘জুলাই শহীদদের স্মরণে এই স্তম্ভ তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ের চেতনায় অনুপ্রাণিত করবে।’