33.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

বৃষ্টিতে বাঁচল রংপুর, ৭৯ রানে অলআউট, ফাইনালে মুখোমুখি গায়ানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপার জন্য নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বিপাকে পড়েছিল রংপুর রাইডার্স। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলায় মাত্র ১৩.৫ ওভার শেষে ৭৯ রানে অলআউট হয়ে পড়ে রংপুর। তবে বৃষ্টি শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে পারেনি এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে ম্যাচটি মাত্র ১৪ ওভারেই শেষ হয়ে যায়। শুরু থেকেই ভারী বৃষ্টি বিরতি সৃষ্টি করছিলো এবং ফলশ্রুতিতে রংপুরের এই ম্যাচে হার নিশ্চিত হয়নি।

তবে রংপুর রাইডার্স আগেই ফাইনালে উঠা নিশ্চিত করেছিল। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে তারা টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই ম্যাচেও তারা হার এড়াতে সক্ষম হয়।

ফাইনালে রংপুর মুখোমুখি হবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে দু’দল শিরোপার লড়াই করবে।

রংপুর রাইডার্সের অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, “বৃষ্টি আমাদের জন্য ভাগ্যবান হলেও আমরা নিজেদের শেষ ম্যাচে ভালো খেলতে চেয়েছিলাম। ফাইনালে আমরা সেরা খেলায় শিরোপা নিশ্চিত করবো।”

- Advertisement -spot_img
সর্বশেষ

চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বিএনপির আহ্বান

খবরের দেশ ডেস্কঃ চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এসব অনিয়ম ও...