30.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সীর মৃত্যু, কারফিউ পুনরায় জারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী কোর্ট এলাকায় অজ্ঞাত ব্যক্তি গুলি চালালে রমজান ডান হাতের কব্জি ও বগলে গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ঢামেক হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তার ভাই ইমরান মুন্সী জানান, গুলি লেগে গুলিটি শরীরের ভিতরে আটকা পড়ে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “রমজানের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অন্যদিকে, গোপালগঞ্জে গত বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় উত্তপ্ত পরিবেশ। শুক্রবার সকাল ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়, কিন্তু দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সহিংসতায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...