33.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ কী, যাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাষ্ট্র?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলার পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামের একটি সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিলের ২২ তারিখ, কাশ্মীরের পাহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হন। হামলার দায় প্রথমে TRF নিলেও, পরে তা অস্বীকার করে।

২০১৯ সালে গঠিত TRF, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) একটি শাখা হিসেবে কাজ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ সংস্থার (South Asia Terrorism Portal) মতে, সংগঠনটি সোশ্যাল মিডিয়ায় ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও সক্রিয়।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) জানায়, ২২ জুন তারা দুজনকে গ্রেপ্তার করেছে যারা হামলাকারীদের আশ্রয় দিয়েছিল। ধৃতদের স্বীকারোক্তিতে জানা যায়, হামলাকারীরা পাকিস্তানি নাগরিক এবং লেট(LeT) -র সঙ্গে যুক্ত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর সংসদে জানায়, TRF নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। পাশাপাশি সংগঠনটি জঙ্গি নিয়োগ, অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত।

বিশেষজ্ঞদের মতে, TRF এর অধিকাংশ কার্যক্রমই মূলত লেট (LeT) দ্বারা নিয়ন্ত্রিত। নাম পরিবর্তন করে আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল হিসেবে এ ধরনের সংগঠন গড়ে তোলা হয়। সূত্রঃ রয়টার্স

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গোপালগঞ্জ মানচিত্রে না থাকাই ভালো: মুফতি আমির হামজার

খবরের দেশ ডেস্কঃ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া–৩ আসনের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বৃহস্পতিবার বলেছেন, গোপালগঞ্জ নামের...