Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বযুদ্ধের ভয়ংকর সব ঘটনা যে শুধু নাৎসিরাই ঘটিয়েছে, তা নয়। প্রথম বিশ্বযুদ্ধে এমন ঘটনা ঘটেছে হাঙ্গেরির নাগিরেভ নামের ছোট একটা গ্রামে। যুদ্ধে নাগিরেভ গ্রামকে ব্যবহার করা হয় যুদ্ধবন্দিদের রাখার কাজে। বিশ্বযুদ্ধে নাগিরেভের স্থানীয় পুরুষদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাদের পরিবারকে রেখে গ্রাম ছাড়তে হয়।
এমন সময় স্থানীয় পুরুষদের রেখে যাওয়া স্ত্রীদের সঙ্গে যুদ্ধবন্দিদের পাহারা দেওয়া সৈনিকদের প্রেম হয়। এ সময় অনেক মহিলা অবৈধ সন্তান গর্ভধারণ করে ফেলে এবং গর্ভপাতের জন্য শরণাপন্ন হয় ‘নাগিরেভের অ্যাঞ্জেল’ নামে মহিলাদের একটি দলের কাছে, যার প্রধান ছিলেন ‘ওয়াইজ ওমেন’ নামে পরিচিত সুজানা ফেজকাস।
সুজানা এই স্ত্রীদের গর্ভপাত করার পাশাপাশি আর্সেনিক বিষ জোগান দেন। স্ত্রীরা তাদের পরকীয়ার কথা গোপন রাখতে তাদের মা-বাবা, এমনকি সন্তানদের খাবারের সঙ্গে আর্সেনিক মিশিয়ে হত্যা করে। অনেকে তাদের নতুন প্রেমিকের কাছে যাওয়ার জন্য যুদ্ধফেরত স্বামীকেও একইভাবে হত্যা করে। ১৯১৪ থেকে ১৯২৯ সালের মাঝে এমনভাবে প্রায় ৩০০ মানুষকে হত্যা করা হয়।