33.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

সিদ্ধার্থ-কিয়ারার নবজাতকের ছবি তোলায় নিষেধ, পাপারাজ্জিদের মিষ্টি উপহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি সম্প্রতি বাবা-মা হয়েছেন। তাদের ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান, যা তারা নিজেই নিশ্চিত করেছেন। সন্তানের আগমনের পর থেকে নিজেদের বাচ্চাকে মিডিয়ার চোখ থেকে দূরে রাখতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

গত মঙ্গলবার সন্তানের জন্মের খবর প্রকাশের পর, বুধবার সিদ্ধার্থ-কিয়ারা পাপারাজ্জিদের কাছে গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠিয়েছেন। সঙ্গে ছিল একটি কার্ড, যেখানে লেখা ছিল, “আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষ করে উদযাপন করার জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না, শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।”

বলিউডে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একই নিয়ম মেনে চলেছেন। তাদের মেয়ে ‘দুয়া’র জন্মের পরও পাপারাজ্জিদের সঙ্গে এমনই মিষ্টিমুখ করানো হয়েছিল এবং ছবি না তোলার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

তাছাড়া ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মাও তাদের কন্যা ভামিকার জন্মের পর ‘নো ফটো পলিসি’ অনুসরণ করছেন।

বলিউড তারকাদের সন্তানদের ব্যক্তিগত জীবন সংরক্ষণের এই প্রচেষ্টা তাদের পরিবারের সুরক্ষা ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করছে বলে মনে করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...