27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

ট্রাম্পের নাম জড়ানো ২০০৩ সালের এপস্টেইনের জন্মদিন চিঠি ‘মিথ্যা’ দাবি প্রেসিডেন্টের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত একটি ব্যক্তিগত নোট ২০০৩ সালে জেফ্রি এপস্টেইনের ৫০তম জন্মদিনে পাঠানো হয়েছে বলে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে। তবে ট্রাম্প অভিযোগের প্রতিবাদ করে বলেছেন, ওই চিঠিটি মিথ্যা।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এপস্টেইনের জন্মদিন উদযাপনের জন্য তৈরি একটি চামড়ার আলবামে ওই চিঠিটি ছিল, যা এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠার তিন বছর আগে তৈরি হয়।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “ওয়াল স্ট্রিট জার্নাল এবং রুপার্ট মারডককে সরাসরি জানিয়ে দিয়েছি, প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি চিঠিটি মিথ্যা। তারা যদি প্রকাশ করে, তখন তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

তিনি আরও জানান, শিগগিরই তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, নিউজ কর্প এবং মারডকের বিরুদ্ধে মামলা করবেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউজ কর্প কর্মকর্তারা মন্তব্য এড়াচ্ছেন।

এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ২০০৬ সালে প্রথম উঠে আসে। ২০১৯ সালে তিনি কারাগারে মৃত্যু বরণ করেন।

গত সপ্তাহে ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ঘোষণা করেন, তারা এপস্টেইন মামলার গ্র্যান্ড জুরি সাক্ষ্য প্রকাশের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করবেন।

ট্রাম্পের সমর্থকদের মধ্যে এপস্টেইন সংক্রান্ত তথ্য মুক্তির দাবিতে মতপার্থক্য দেখা দিয়েছে। তবে ট্রাম্প এই অভিযোগগুলোকে ‘মিথ্যা’ বলে খণ্ডন করেছেন। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...