Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
দীর্ঘ দশ বছর অপেক্ষার পর অবশেষে ভারতে যাত্রা শুরু করল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। মুম্বাইয়ের একটি শোরুমে মঙ্গলবার উন্মোচিত হয়েছে ‘মডেল ওয়াই’। তবে প্রায় ৭০ হাজার ডলারের (প্রায় ৬০ লাখ টাকা) গাড়িটির দাম তুলনামূলকভাবে বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই বেশি।
ভারতীয় বাজারে টেসলা এনেছে দুটি সংস্করণ—রিয়ার হুইল ড্রাইভ (RWD) ও লং রেঞ্জ RWD। প্রথমটি একবার চার্জে ৫০০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৬২২ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। চালকের সহায়ক প্রযুক্তি আলাদাভাবে নিতে হলে খরচ পড়বে আরও ৬ লাখ রুপি।
বিশেষজ্ঞদের মতে, এত উচ্চমূল্যের প্রধান কারণ ভারতের চড়া আমদানি শুল্ক। যদিও সম্প্রতি কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তবু স্থানীয় উৎপাদন না হলে ১৫ শতাংশ শুল্ক বহাল থাকবে। তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে মডেল ওয়াই-এর দাম ৪৪,৯৯০ ডলার, চীনে ৩৬,৭০০ ডলার এবং জার্মানিতে ৫৩,৭০০ ডলার।
২০২৪ সালে ভারতে ইভি বিক্রি বেড়েছে ২০ শতাংশ, কিন্তু মোট গাড়ি বিক্রির মাত্র ২.৫ শতাংশই ছিল বৈদ্যুতিক। টাটা বর্তমানে ৬০ শতাংশ বাজার দখলে রেখেছে। টেসলা মূলত বিলাসবহুল ইভি বাজারে প্রতিযোগিতায় নেমেছে মার্সিডিজ, অডি, বিএমডব্লিউ-র মতো ব্র্যান্ডের সঙ্গে।
বিশ্লেষক পুনীত গুপ্তা মনে করেন, “টেসলার আগমন ভারতীয় ইভি খাতে আস্থা ও বিনিয়োগ বাড়াবে।” তবে দেশের চার্জিং অবকাঠামো ও রাস্তাঘাটের দুরবস্থা টেসলার ভবিষ্যৎ সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, ভারতের বাজারে টেসলা শুধুই নামের ঝলক আনবে, নাকি বাণিজ্যিক সাফল্যও অর্জন করবে।
সূত্রঃ আলজাজিরা