33 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

ইসরায়েলের হামলা সিরিয়ায়: বেদুইন যোদ্ধাদের বহরে লক্ষ্যভেদ, সুইদায় নতুন সংঘর্ষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

দুই দিন আগে দামেস্কে প্রচণ্ড বিমান হামলার পর সিরিয়ার পালমিরা-হোমস মহাসড়কে বেদুইন যোদ্ধাদের বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী—এমনটাই জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ। এই বেদুইন যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে নতুন করে দ্রুজ যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে বেদুইন যোদ্ধারা। যদিও সিরিয়ার সরকারি বাহিনী ইতোমধ্যে সুইদা থেকে সরে গেছে এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ শান্তির বার্তা দিয়ে সহিংসতা বন্ধের চেষ্টা চালাচ্ছেন।

বেদুইন এক সামরিক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সরকারের সঙ্গে যুদ্ধবিরতি হলেও তা বেদুইন যোদ্ধাদের জন্য প্রযোজ্য নয়। তারা দাবি করছে, দ্রুজ গোষ্ঠীর হাতে আটক হওয়া বেদুইনদের মুক্ত করতেই তারা অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে হামলা চালাচ্ছে, যদিও বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ইসরায়েলি সরকার ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থরক্ষা ও দৃষ্টি ভিন্নদিকে সরানোর একটি কৌশল।

এদিকে কাতার ও তুরস্ক ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের আমির একে “সার্বভৌমত্ব লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, “সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও বৈচিত্র্য নষ্ট করতে দেব না।”

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সাম্প্রতিক ইসরায়েলি হামলার সমর্থন করে না এবং সিরিয়ায় শান্তি আনতে কূটনৈতিকভাবে কাজ করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গয়নার বিজ্ঞাপনে নারীত্বকে আলিঙ্গন মোহনলালের, ভাইরাল ভিডিও দেখে দর্শকদের মুগ্ধতা

বিনোদন ডেস্কঃ সংলাপহীন বিজ্ঞাপন। মাত্র ১১০ সেকেন্ড। অথচ চোখের ভাষা, হাতের ভঙ্গিমা, শরীরী অভিব্যক্তি দিয়ে পর্দা জুড়ে যেন আগুন লাগালেন...