Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রাজধানী দিল্লি ও বেঙ্গালুরুর শতাধিক স্কুলে একযোগে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে দিল্লির প্রায় ৫০টি এবং বেঙ্গালুরুর অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে এ হুমকি পাঠানো হয়। হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডে সূত্রে এই খবর পাওয়া গেছে।
দিল্লির সেন্ট জেভিয়ার্স (সিভিল লাইনস), রিচমন্ড গ্লোবাল (পশ্চিম বিহার), অভিনব পাবলিক ও দ্য সোভেরিন (রোহিণী) স্কুলসহ অন্তত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে হুমকি পৌঁছায়। এটি টানা চতুর্থ দিনের মতো দিল্লির স্কুলগুলোতে এমন হুমকি।
বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর, কেঙ্গেরি ও অন্যান্য এলাকার বেশ কয়েকটি বেসরকারি স্কুলেও একই ধরনের হুমকি ই-মেইলে আসে। ‘school bomb inside’ শিরোনামের মেইলটি পাঠানো হয় ’ ঠিকানা থেকে। সেখানে দাবি করা হয়, স্কুলগুলোতে টিএনটি বিস্ফোরক লুকানো আছে এবং হিংসাত্মক ভাষায় শিক্ষার্থীদের ক্ষতির কথা বলা হয়।
দিল্লি ও বেঙ্গালুরু পুলিশ সতর্কতা হিসেবে তল্লাশি ও বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠিয়েছে। পুলিশের ধারণা, এসব হুমকি এনক্রিপ্টেড নেটওয়ার্ক বা ডার্ক ওয়েব ব্যবহার করে পাঠানো হয়েছে, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন।
দিল্লি পুলিশের একজন কর্মকর্তা জানান, “এই হুমকিগুলো অনেকটা আয়নার ঘরে ছায়ার পেছনে ছোটা—ধরা যাচ্ছে না, উল্টো আরও জটিল হয়ে উঠছে।”
এ ধরনের বারবার হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।