28.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

যে শর্তে আবার অভিনয়ে ফিরতে চান ববিতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন পর্দার বাইরে আছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে অভিনয়কে পুরোপুরি বিদায় বলেননি। জানিয়েছেন, যদি মনের মতো গল্প পান—যেখানে গল্পটি তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হবে—তবে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে তাঁর আপত্তি নেই।

বর্তমানে কানাডায় অবস্থান করছেন ববিতা। একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি অনিকের সঙ্গে ঢাকায় বেড়িয়ে কানাডায় ফিরে যান মা-ছেলে। এখন টরন্টোতেই তাঁদের বসবাস।

এক সাক্ষাৎকারে ববিতা বলেন, ‘কানাডায় আসার পর এখনো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তবে শিগগির ঠিক হয়ে যাবে। অবসর সময় কাটানোর মানুষ আমি নই। ব্যস্ত থাকতেই ভালো লাগে। কারণ ব্যস্ততা মানেই সুস্থতা, আর সুস্থতা আল্লাহর বড় নেয়ামত।’

তিনি আরও বলেন, ‘অনিকের নিজের বাড়িতে মা হিসেবে থাকতে পারা আমার জন্য আনন্দের। ওর পছন্দের খাবার রান্না করি, একসঙ্গে মুভি দেখি, গল্প করি—সব মিলিয়ে সুন্দর সময় কাটছে।’

তবে সিনেমা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন ববিতা। ঢাকায় থাকাকালীন যেমন চলচ্চিত্রের খোঁজখবর রাখতেন, তেমনই কানাডা থেকেও খবর রাখেন নিয়মিত।

আপাতত কিছুদিন কানাডায় থাকবেন। এরপর যুক্তরাষ্ট্রে ভাইদের সঙ্গে দেখা করে চিকিৎসা শেষ করে নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...