30.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

২০ বছর বয়সি তরুণের সঙ্গে প্রেমের গল্পে কারিনা কাপুর!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউডের দাপুটে অভিনেত্রী কারিনা কাপুর খান দুই দশকের বেশি সময় ধরে তাঁর অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে চলেছেন। পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী কারিনা, যার ঘরে দুই সন্তান। অভিনয় ও সংসার—উভয় দিকেই সফলতার পরিচয় দিয়েছেন এই গ্ল্যামার রানি।

চল্লিশ পেরোনোর পরও কারিনার গ্ল্যামার এখনও তরুণ হৃদয় দোলাচ্ছে। এবার খবর এসেছে, তিনি একটি নতুন সিনেমায় ২০ বছর বয়সি এক তরুণ নায়কের সঙ্গে প্রেমের চরিত্রে অভিনয় করবেন। যদিও বলিউডে বয়সের পার্থক্য থাকলেও প্রেমের গল্প নতুন নয়, তবে এটি বাস্তব নয়, সিনেমার পর্দার জন্য।

একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, সিনেমাটির নাম এখনও প্রকাশিত হয়নি এবং নির্মাতারা যাবতীয় তথ্য গোপন রাখছেন। তবে নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় কারিনাকে ভূতের ভূমিকায় দেখা যাবে। ভৌতিক সিনেমার মধ্যে এটি ভিন্নধর্মী গল্প ও চিত্রনাট্যের অধীনে তৈরি হচ্ছে, যেখানে কারিনা নিজেও তরুণীর চরিত্রে অভিনয় করবেন।

এই ছবির গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বলিউড মহলে এ নিয়ে চলছে জোর আলোচনা। কারণ, এতদিন কখনোই বেবোকে এমন ভিন্ন চরিত্রে পর্দায় দেখা যায়নি।

কারিনা কাপুরের এই নতুন লুক ও চরিত্র নিয়ে উৎসাহিত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...