27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন আরোপ করল রাশিয়ার তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জবাবে নতুন ও কঠোর নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। এ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তেলের মূল্যসীমা কমিয়ে ৪৫ ডলারে নামানো, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা এবং রাশিয়ার ছায়া জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা।

ইইউর বৈদেশিক নীতির প্রধান কাজা কালাস শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, “বার্তা স্পষ্ট: ইউরোপ ইউক্রেনকে সমর্থন থেকে সরে আসবে না। রাশিয়া যুদ্ধ শেষ না করা পর্যন্ত চাপ বাড়িয়ে চলবে।” তিনি আরও বলেন, এটি এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ইইউর সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞার একটি।

এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপের দেশগুলো আমেরিকার কাছ থেকে আরও অস্ত্র কিনছে, যা ইউক্রেনকে আরও শক্তিশালীভাবে রক্ষা করতে সাহায্য করবে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সপ্তাহে ঘোষণা দিয়েছেন, ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে।

ইইউ কমিশন প্রস্তাব দিয়েছিল তেলের মূল্যসীমা ৬০ ডলার থেকে কমিয়ে ৪৫ ডলারে নামানোর। এই সিদ্ধান্ত রাশিয়ার অর্থনীতির মূল চালিকাশক্তি তেলের আয় সীমিত করতে নেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন প্রশাসন সম্পূর্ণ সমর্থন দেয়নি।

রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান উৎস তেল। এটি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থায়ন দেয়। এছাড়াও, নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যাংকিং সেক্টর ও চীন থেকে দু’টি ব্যাংককেও তালিকাভুক্ত করা হয়েছে।

ইইউর ২৭ সদস্য দেশের মধ্যে কিছু দেশ যেমন স্লোভাকিয়া গ্যাস সরবরাহ বন্ধের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করায় নিষেধাজ্ঞার চূড়ান্তকরণ কিছুটা বিলম্বিত হয়েছে।  সূত্রঃ আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...