30.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

২০২৬ বিশ্বকাপে বদল আসছে পেনাল্টি কিকে, আলোচনায় নতুন নিয়ম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

২০২৬ সালের বিশ্বকাপে ফুটবলের এক ঐতিহ্যবাহী নিয়ম পরিবর্তনের পথে। পেনাল্টি কিকে ফিরে আসা বল থেকে গোল করার সুযোগ আর থাকবে না, এমন একটি নতুন নিয়ম চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়মে পেনাল্টি মিস হলেই খেলা থেমে যাবে এবং ডিফেন্ডিং দলকে সরাসরি গোল-কিক দেওয়া হবে। ফিরতি বল থেকে কেউ গোল করতে পারবেন না — না শট নেওয়া খেলোয়াড়, না অন্য কেউ। অর্থাৎ পেনাল্টি কিক একক ও স্বাধীন শট হিসেবে বিবেচিত হবে, হকি খেলার ‘পেনাল্টি স্ট্রোক’ মতই।

এই নিয়ম চালু হলে ইতিহাসের কয়েকটি স্মরণীয় মুহূর্ত আর দেখা যাবে না, যেমন ইউরো ২০২০ সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেইনের পেনাল্টির ফিরতি গোল অথবা ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাবি আলোনসোর গোল।

আইএফএবি বলছে, নতুন নিয়ম ‘এনক্রোচমেন্ট’ বা সময়ের আগে ঢুকে পড়া নিয়ে বিতর্ক কমাবে এবং আক্রমণকারী দলের অপ্রয়োজনীয় সুবিধা সীমিত করবে।

তার পাশাপাশি, দ্বিতীয় হলুদ কার্ড বা কর্নারের ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপের নিয়মও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে, যেখানে শুধুমাত্র ‘স্পষ্ট ভুল’ দ্রুত সংশোধনের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হবে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ চলাকালীন এই বিষয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু সিনিয়র ফুটবল কর্মকর্তাও নতুন নিয়মের পক্ষে মত দিয়েছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে ২০২৬ বিশ্বকাপের আগে এই নতুন নিয়ম চূড়ান্ত করার কথা বলা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...