28.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

হুমাইরার জীবনের শেষ ২৪ ঘণ্টার তথ্য পুলিশ জানিয়েছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের জীবনের শেষ ২৪ ঘণ্টায় কি ঘটেছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রীর মোবাইল ফোন এখন সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) হাতে ফরেনসিক বিশ্লেষণের জন্য হস্তান্তর করা হয়েছে।

তদন্তকারীরা বলছেন, সিটিডির বিশেষজ্ঞরা মোবাইল ফোনের প্রাইভেসি লক ভেঙে আরও মূল্যবান তথ্য উদ্ধার করবেন। হুমাইরাকে সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর দেখা গিয়েছিল। ওই দিন দুপুর ১টার দিকে ক্লিফটন এলাকায় গিয়েছিলেন এবং এক ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে আসেন। এরপর আর তিনি বাসা থেকে বের হননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হুমাইরা মারাত্মক আর্থিক সংকটে ছিলেন এবং কাজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার মোবাইল মেসেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনি নিয়মিত কাজের জন্য অনুরোধ করতেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার অনুরোধ গ্রহণযোগ্য হয়নি।

তদন্তে উঠে এসেছে, তার বাসা থেকে দুর্গন্ধ আসার অভিযোগ হলেও বাড়ির মালিকপক্ষ কোনো অসুবিধা টের পাননি। এটি জানুয়ারির মধ্যে গন্ধ শনাক্তে বিলম্ব ঘটায় তদন্তে জটিলতা সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, দুর্ঘটনার সময় হুমাইরা বাথরুমে কাপড় ধুচ্ছিলেন। হয়তো কোনো কারণে বাথরুম থেকে বের হয়ে পড়ে যান এবং সেখানেই প্রাণ হারান। রান্নাঘরে খাবারের চিহ্ন পাওয়া যায়নি, মোবাইলে থাকা ফুড ডেলিভারি অ্যাপও বন্ধ ছিল।

এদিকে, হুমাইরার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, যা তার আর্থিক অবস্থার পূর্ণ চিত্র তুলে ধরতে সাহায্য করবে।

— সূত্র: সামা টিভি

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...