28.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত পথসভায় ঘোষণা দিয়েছেন, ‘মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে’। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘ফ্যাসিবাদী দমন-পীড়ন থামবে না, কিন্তু আমরা দমতে দেব না।’

নাহিদ ইসলাম বলেন, “হামলা-মামলা দিয়ে এনসিপিকে আটকে রাখা যাবে না। সামনের লড়াই আরও কঠিন, সে প্রস্তুতি নিতে হবে।” তিনি নেতাকর্মীদের সতর্কতা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া তিনি দাবি করেন, গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে সরকারের দমননীতি প্রকাশিত হচ্ছে, তবে তারা ভীত নয়।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘প্রগতির বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চেয়ে মৃত্যুদণ্ডের দাবি করি। ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ সত্যিকারের স্বাধীন হবে না।’ গোপালগঞ্জের ঐক্যবদ্ধ প্রতিরোধে স্মরণ করেন এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় আনার দাবি করেন।

সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনীতি নেতা-নির্ভর নয়, নীতি-নির্ভর হতে হবে।’ তিনি আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র আদায়ের’ কর্মসূচিতে অংশগ্রহণের হুঁশিয়ারিও দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...