26.9 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

উইঘুর ডিএনএ বিতর্কে চীনা অর্থায়িত জার্নাল প্রকাশ বন্ধ করল অক্সফোর্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের বিতর্কিত একাডেমিক জার্নাল ‘ফরেনসিক সায়েন্স রিসার্চ’ (এফএসআর)-এর প্রকাশনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)। বিতর্কিত এই জার্নালটির পেছনে রয়েছে চীনের বিচার মন্ত্রণালয়ের অর্থায়ন। ডিএনএ সংগ্রহ ও নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু গবেষণাপত্র নিয়ে চলছিল সমালোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এফএসআরের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে—২০২৫ সালের পর থেকে ওইউপি এ জার্নাল আর প্রকাশ করবে না। চলতি বছরের শেষে প্রকাশিত হবে সর্বশেষ সংখ্যা (ভলিউম ১০, ইস্যু ৪)। এফএসআর চীনের বিচার মন্ত্রণালয়ের অধীন ‘চায়না অ্যাকাডেমি অব ফরেনসিক সায়েন্স’-এর পরিচালিত একমাত্র ইংরেজি ত্রৈমাসিক।

জার্নালটিতে প্রকাশিত কিছু গবেষণায় উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের ডিএনএ সংগ্রহ নিয়ে উঠেছে নৈতিকতা ও সম্মতি-সংক্রান্ত প্রশ্ন। ২০২০ সালে জিনজিয়াংয়ের উরুমচিতে ২৬৪ জন উইঘুর নাগরিকের রক্তের নমুনা নিয়ে করা গবেষণা নিয়ে শুরু হয় বিতর্ক। দাবি করা হয়, তাদের সম্মতিতেই নমুনা নেওয়া হয়েছিল, কিন্তু গবেষণার প্রধান লেখকের সঙ্গে চীনের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক থাকায় বিতর্ক ঘনীভূত হয়।

২০২৪ সালে ওইউপি একটি ‘এক্সপ্রেশন অব কনসার্ন’ প্রকাশ করে, যেখানে উইঘুরদের মতামতের স্বাধীনতা নিয়েই প্রশ্ন তোলে। যদিও বিতর্কিত গবেষণাটি এখনো প্রত্যাহার করা হয়নি, তবে ওইউপি সিদ্ধান্ত নিয়েছে এ বিতর্কিত অধ্যায়ের এখানেই ইতি টানবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...