30.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

মঙ্গলগ্রহের বিরল উল্কাপিণ্ড রেকর্ড মূল্যে বিক্রি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি রেকর্ড দামে বিক্রি হয়েছে নিউইয়র্কে। বিশ্বের অন্যতম বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি’স এক নিলামে এই বিরল খণ্ডটি ৪৩ লাখ ডলারে বিক্রি করে। করসহ মোট দাম গিয়ে দাঁড়ায় প্রায় ৫৩ লাখ ডলারে।

২৪.৫ কেজি ওজনের এবং ৩৮.১ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই পাথরখণ্ডটির নাম ‘NWA 16788’। এটি ২০২৩ সালের নভেম্বরে আফ্রিকার নাইজারে এক প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়। সোথবি’স বলেছে, এটি মঙ্গলগ্রহ থেকে পাওয়া দ্বিতীয় বৃহত্তম খণ্ডের চেয়ে প্রায় ৭০ শতাংশ বড়, যা এটিকে আরও ‍দুর্লভ করেছে।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র ৪০০টি মঙ্গল উল্কাপিণ্ড পাওয়া গেছে। এই খণ্ডটি তাই শুধুমাত্র আকারেই নয়, গুরুত্ব ও মূল্যেও অনন্য। সোথবি’স-এর বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস-চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, “মঙ্গল থেকে পৃথিবীতে এমন খণ্ডের পৌঁছানো প্রায় অসম্ভব।”

তিনি আরও বলেন, “যেহেতু পৃথিবীর ৭০ শতাংশই জলরাশি, এই উল্কাপিণ্ডটি স্থলভাগে পড়া ছিল প্রকৃত অর্থে ভাগ্যের ব্যাপার। সমুদ্রে পড়লে খুঁজে পাওয়া দুষ্কর হতো।”

উল্লেখ্য, একই নিলামে জুরাসিক যুগের সেরাটোসরাস ডাইনোসরের কঙ্কাল বিক্রি হয়েছে ২ কোটি ৬০ লাখ ডলারে, এবং একটি প্যাকিসেফ্যালোসরাসের খুলি বিক্রি হয়েছে ১৪ লাখ ডলারে।ক্রেতার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
সূত্র: বিবিসি,

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...