28.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

চীনের সঙ্গে সংঘাত চায় না তাইওয়ান, উসকানিও দেবে না: ভাইস প্রেসিডেন্ট সিয়াও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না তাইওয়ান। একইসঙ্গে, কোনো প্রকার উসকানিতেও জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম। শুক্রবার (১৮ জুলাই) রাজধানী তাইপেতে বিদেশি সংবাদদাতাদের ক্লাবে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “গত কয়েক বছরে চীনের পক্ষ থেকে তাইওয়ানের ওপর চাপ বেড়েই চলেছে। কিন্তু তাইওয়ানের জনগণ শান্তিপ্রিয়। আমরা সংঘাত চাই না এবং কাউকে উসকেও দেব না।”

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রেসিডেন্ট লাই চিং-তেকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করছে। তবে তাইওয়ান সরকার বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

ভাইস প্রেসিডেন্ট সিয়াও বলেন, “তাইপে ও বেইজিংয়ের মধ্যে সরাসরি আলোচনার দরজা এখনো খোলা রয়েছে।” তিনি আরও জানান, কয়েক দশক ধরে তাইওয়ানের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান চীনের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

তিনি বলেন, “শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশই এই অগ্রগতির মূল চালিকাশক্তি। অথচ চীনের সাম্প্রতিক আগ্রাসী সামরিক তৎপরতা দুই প্রান্তের জনগণকে এই সম্ভাবনা থেকে বঞ্চিত করছে।”

সিয়াও আরও বলেন, “চীনের সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখা আমাদের পছন্দ। কারণ এটি শুধু দায়িত্বশীল আচরণ নয়, বরং পুরো অঞ্চলটির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...