Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি ড্রোন হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। শুক্রবার ভোর থেকে দিনভর হামলায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গাজা সিটির তুফাহ এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। জাবালিয়ার আন-নাজলা এলাকায় এক বিমান হামলায় নিহত হয়েছেন আরও পাঁচজন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায়, যেখানে একটি তম্বুতে আশ্রয় নেওয়া অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের ওপর চালানো হামলায় পাঁচজন নিহত হন। তাদের মধ্যে শিশু ও নারীও ছিলেন। এই এলাকাটিকে আগে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছিল।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, এই হামলায় ব্যবহৃত ড্রোনগুলোতে ‘নেইল বোমা’ বা ছোট ধাতব কাঁটার বিস্ফোরক ছিল, যা শরীরে ভেতরে রক্তক্ষরণ ঘটিয়ে মারণঘাতী ক্ষতি করে।
অপরদিকে, দীর্ঘ অবরোধে বিপর্যস্ত গাজার হাসপাতালগুলোতে আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আল-শিফা হাসপাতালের এক প্রকৌশলী জিয়াদ আবু হুমায়দান জানান, বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় অনেক ওয়ার্ড বন্ধ করে দিতে হয়েছে।
ডায়ালাইসিস রোগী ও হৃদরোগীরা চিকিৎসার অভাবে চরম ঝুঁকিতে পড়েছেন। একজন বৃদ্ধা রোগী বলেন, “এখন হাসপাতালেও চিকিৎসা পাই না, তাহলে কি বাসায় বসেই মরব?”
এদিকে, গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি বোমা হামলার ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় নেতিবিয় প্রতিক্রিয়া জানিয়ে ফোন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে।
সূত্র: আল জাজিরা,