26.9 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

গোপালগঞ্জ মানচিত্রে না থাকাই ভালো: মুফতি আমির হামজার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া–৩ আসনের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বৃহস্পতিবার বলেছেন, গোপালগঞ্জ নামের জেলা থাকার চেয়ে চারটি আশেপাশের জেলায় বিভক্ত করে ফেলা ভালো। তিনি দাবি করেন, এটি “অভিশপ্ত জেলা” হওয়ায় এ নাম মানচিত্র থেকে মুছে ফেলতেই হবে। তাঁর উদ্দিষ্ট চারটি জেলা: নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল।

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন আমির হামজা। তিনি বলেন, “তিনটি আসনে ভাগ করলে গোপালগঞ্জ জেলা অদৃশ্য হয়ে যাবে।” এছাড়া, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের প্রায় ১৮ কোটি মানুষের ওপর হামলা” দাবি করে, সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে, জেলা প্রশাসনও অভিযুক্তদের সঙ্গে যোগসাজশে দায়ী সাব্যস্ত হবে।

সমাবেশে জেলা জামায়াতের নেতারা শ্লেষ করে বলেন, “অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জের নাম ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের দাবি আনতে হবে।” অপরদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, “এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারবেন না—‌অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।”

উল্লেখ্য, গোপালগঞ্জে সম্প্রতি ছাত্রলীগ ও বিএনপি-সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বে অভিযুক্তদের মিলিত হামলার অভিযোগ ওঠেছে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে উঠেছে। জামায়াত এই প্রস্তাব নিলে স্থানীয় রাজনৈতিক মহলে তা অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...