27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

১ ওভারে দিয়েছেন ৭৭ রান !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
১৯৯০ সালের নিউজিল্যান্ড ৷ চলছে জমজমাট শেল ট্রফির আসর ৷ ঘরোয়া এই টুর্নামেন্টে সেদিন টিম ওয়েলিংটন এবং টিম ক্যান্টারবারি’র মধ্যকার খেলা চলছিলো ৷ ম্যাচটা নিশ্চিত ওয়েলিংটনের হাতেই ছিলো বলা যায় ৷ কেননা জিততে হলে শেষ দুই ওভারে ক্যান্টারবেরির দরকার ৯৫ রান ৷
তখনই বল করতে আসেন ওয়েলিংটনের বোলার বার্ট ভেন্স ৷ ১৭টি নো বল, ৮ টি সিক্স এবং ৬টি চারের মারে ভেন্স ঐ ওভারে একাই ৭৭ রান দিয়ে বসেন ৷ ভেন্স মোট ২২টি বল করেছিলেন ৷ এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে বার্ট ভেন্সের করা এই ওভারটিকে সর্বকালের সবচেয়ে খরুচে ওভার হিসেবে বিবেচনা করা হয় ৷
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...