১৯৯০ সালের নিউজিল্যান্ড ৷ চলছে জমজমাট শেল ট্রফির আসর ৷ ঘরোয়া এই টুর্নামেন্টে সেদিন টিম ওয়েলিংটন এবং টিম ক্যান্টারবারি’র মধ্যকার খেলা চলছিলো ৷ ম্যাচটা নিশ্চিত ওয়েলিংটনের হাতেই ছিলো বলা যায় ৷ কেননা জিততে হলে শেষ দুই ওভারে ক্যান্টারবেরির দরকার ৯৫ রান ৷
তখনই বল করতে আসেন ওয়েলিংটনের বোলার বার্ট ভেন্স ৷ ১৭টি নো বল, ৮ টি সিক্স এবং ৬টি চারের মারে ভেন্স ঐ ওভারে একাই ৭৭ রান দিয়ে বসেন ৷ ভেন্স মোট ২২টি বল করেছিলেন ৷ এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে বার্ট ভেন্সের করা এই ওভারটিকে সর্বকালের সবচেয়ে খরুচে ওভার হিসেবে বিবেচনা করা হয় ৷
খবরের দেশ ডেস্ক :
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) চিরকালই নরম মনের মানুষ ছিলেন। কোনোদিনই ঝগড়া-বিবাদ-বিসম্বাদ পছন্দ করেননি। মানবতার অবদমন, নিপীড়ন-নির্যাতন তাঁর...