Your Ads Here 100x100 |
---|
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দিঘির পাড় এলাকায় পুকুর থেকে মো. এনাম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল তিনটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বি.এ সুলতান মাস্টার বাড়ির সামনের পুকুরে ভেসে থাকা অবস্থায় লাশটি পাওয়া যায়।
প্রতিবেশীরা জানান, নিহত এনাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং চোখে ভালো দেখতে পেতেন না। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। এক প্রতিবেশী মোহাম্মদ জসিম বলেন, “গতকাল রাতেও বড় ছেলে মোবারক হোসেন তাকে মারধর করে ঘরের সামনে তালা লাগিয়ে রাখে।”
সকালে পুকুরে একটি ব্যাগ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পাশে পাওয়া যায় এনামের লুঙ্গি ও জুতা। সন্দেহভাজন হিসেবে মোবারক হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি অস্বাভাবিক আচরণ করেন বলে জানায় এলাকাবাসী। বিকেলে পুকুরে এনামের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ এনামের স্ত্রী পারভিন আক্তার, ছেলে মোবারক হোসেন, মেয়ে মুন্নি ও শ্যালক আবুল কালামকে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”