Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ২০২৪–২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “সরকার কৃষির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা দিয়ে উৎপাদন বাড়ানোই এ প্রণোদনার মূল লক্ষ্য।”
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কৃষকদের মাঝে বিতরণ করা হয় প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ। পরিবেশ রক্ষার লক্ষ্যে আম, নারিকেল ও তালের চারা দেওয়া হয় কৃষকদের হাতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত উপকরণ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রণোদনায় ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।