Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল আবারও নতুন অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিশেষ কৌঁসুলির কার্যালয় এক ব্রিফিংয়ে জানায়, ডিসেম্বর মাসে তাঁর স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাঁকে নতুন করে অভিযুক্ত করা হয়েছে।
নতুন অভিযোগের মধ্যে রয়েছে — ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যদের অধিকার চর্চায় বাধা প্রদান, রেকর্ড মুছে ফেলার নির্দেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া।
ইতোমধ্যে ইউনের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ বা ‘বিদ্রোহে উস্কানি’ দেওয়ার অভিযোগে বিচার চলছে, যা দক্ষিণ কোরিয়ার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত জুনে একজন বিশেষ কৌঁসুলি নিয়োগের পর তাঁর বিরুদ্ধে তদন্ত ও নতুন অভিযোগ গঠনের কাজ আরও জোরদার হয়েছে।
সব অভিযোগ অস্বীকার করেছেন ইউন সুক ইয়ল। তাঁর আইনজীবীরা নতুন অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্যে এখনো সাড়া দেননি।
চলতি মাসের শুরুতে রাজধানী সিউলের ডিটেনশন সেন্টারে তাঁকে আটক করা হয়। তিনি জামিনে মুক্তির আবেদন করলেও তা আদালত কর্তৃক খারিজ হয়ে গেছে।
প্রসঙ্গত, ইউন সুক ইয়লকে পূর্বে অভিশংসিত ও ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি তদন্ত চলছে। সূত্রঃ রয়টার্স