Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে রাজনৈতিক সফরে গিয়ে এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার এক জনসভায় মঞ্চে মোদির সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতারা, সঙ্গে ছিলেন মিঠুনও।
বক্তব্য শেষ করে মিঠুনের দিকে নিজে থেকে এগিয়ে যান মোদি। দু’জনের মধ্যে হাস্যোজ্জ্বল করমর্দনের পর বিদায়ের মুহূর্তে ঘটে এক অনন্য দৃশ্য। আচমকাই মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে প্রণাম করতে যান।
কিন্তু তার আগেই মোদি বাঁধা দেন। এক হাতে মিঠুনের কাঁধ স্পর্শ করে ইঙ্গিত দেন—এভাবে শ্রদ্ধা জানানো প্রয়োজন নেই। বরং তিনি নিজেই মিঠুনকে বুকে টেনে জড়িয়ে ধরেন। এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসার জোয়ারে ভাসে।
মজার ব্যাপার, মিঠুন চক্রবর্তীর বয়স মোদির চেয়ে কিছুটা বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে—মিঠুনের জুনে, আর মোদির সেপ্টেম্বরে। তাই প্রশ্ন উঠছে, বয়সে ছোট হলেও প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা নিছক ব্যক্তিগত সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য?
এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, অনেকে বলছেন—এটাই ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য। আবার কেউ কেউ এটিকে রাজনীতির সূক্ষ্ম বার্তা হিসেবেও দেখছেন।