27.8 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

“আমার কিছু হলে দায়ী সেনাপ্রধান মুনির”—জেল থেকে হুঁশিয়ারি ইমরান খানের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান জেল থেকে সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি বলেন, “আমার বা আমার স্ত্রীর (বুশরা বিবি) কিছু হলে এর জন্য দায়ী থাকবেন সেনাপ্রধান আসিম মুনির।”

ইমরান খানের দাবি, তাকে ও তার স্ত্রীকে জেলের মধ্যে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার করা হচ্ছে। এমনকি বুশরা বিবির ঘরের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। এসবের নির্দেশ দিচ্ছেন সেনাপ্রধান মুনির—এমনটাই অভিযোগ ইমরানের।

পিটিআই প্রধান জানান, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি আইএসআই প্রধানের পদ থেকে আসিম মুনিরকে সরিয়ে দিয়েছিলেন। এরপর মুনির বুশরা বিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, যা ইমরান প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই সেনাপ্রধানের ক্ষোভ লক্ষ্য করা যায়।

ইমরান আরও বলেন, “আমি সারাজীবন জেলে থাকতে পারি, কিন্তু অন্যায় ও অত্যাচারের কাছে মাথা নত করব না। পাকিস্তানের জনগণকেও বলছি—আপনারাও মাথা নিচু করবেন না।”

৫ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শাহবাজ শরিফ সরকারের ওপর চাপ প্রয়োগ করে দেশে সেনাশাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে। এই আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরানের দুই পুত্র সুলেমান ঈশা খান ও কাসিম খান।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান...