Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের স্বজনেরা লাশ দাফন করে ফেলায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জের ঘটনায় যিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। বাকি যাঁরা নিহত হয়েছেন, প্রয়োজনে তাঁদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ইমিগ্রেশনে জনবলের চাহিদা বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালু কবে হবে—সে বিষয়ে এখনো আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই।”
উল্লেখ্য, গোপালগঞ্জে সম্প্রতি সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।