Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের (OHCHR) একটি মিশনের দপ্তর চালু হয়েছে। শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মধ্যে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিশনটি মূলত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানবাধিকার সংরক্ষায় সহায়তা করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সরকারের সংস্কার ও জবাবদিহিতার অঙ্গীকারই এই উদ্যোগের পেছনে মূল অনুপ্রেরণা।
সরকার বলেছে, বাংলাদেশ একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গঠিত রাষ্ট্র। সে কারণে আন্তর্জাতিক অংশীদারিত্বে এসব মূল্যবোধের প্রতি সম্মান বজায় রাখা আবশ্যক।
ওএইচসিএইচআর-এর এই মিশন কোনো ‘সামাজিক এজেন্ডা’ বাস্তবায়নের হাতিয়ার হবে না, বরং পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের ওপরই কেন্দ্রীভূত থাকবে বলে জানানো হয়।
সরকার আরও জানিয়েছে, জাতীয় স্বার্থের পরিপন্থী মনে হলে তারা এই চুক্তি থেকে নিজ সিদ্ধান্তে সরে আসার সার্বভৌম অধিকার সংরক্ষণ করে।