27 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

১০ বছর পর কঙ্গনা-মাধবনের প্রত্যাবর্তন, ‘সার্কল’ নিয়ে জল্পনা তুঙ্গে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তামিল সুপারস্টার মাধবনকে বড়পর্দায় একসঙ্গে আবারও দেখা যাবে। ১০ বছর আগে সফল ছবি ‘তনু ওয়েডস মনু’র সিক্যুয়েলে দুর্দান্ত রসায়ন দেখানো এই জুটি এবার অভিনয় করেছেন নতুন সিনেমা ‘সার্কল’-এ, যা ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

‘সার্কল’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা, যা ২০২৫ সালের পূজায় মুক্তির লক্ষ্যে কাজ চলছে। প্রযোজকরা মনে করছেন, এটি বছরের অন্যতম আলোচিত রিলিজ হবে।

সিনেমাটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট হিসেবে তৈরি, অর্থাৎ এটি একসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে। প্রায় এক বছর ধরে শুটিং হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, যার মধ্যে রয়েছে উটি, জয়পুর, চেন্নাই ও হায়দরাবাদ। সিনেমার শেষ শুটিং হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলসের ‘ক্লাব ইলিউশন’-এ।

ট্রাইডেন্ট আর্টসের প্রযোজক রবীন্দ্রন বলেন, “কঙ্গনার দক্ষিণ ভারতে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ‘সার্কল’র গল্প একদম ভিন্ন, যা আগে কেউ দেখেনি। এটা এমন একটি ছবি, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”

প্রশংসিত এই জুটির প্রত্যাবর্তন এবং নতুন গল্পের থ্রিলার মিশেলে ‘সার্কল’ বড়পর্দায় ঝড় তুলবে বলে অনেকে আশাবাদী। সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি অপেক্ষিত অপেক্ষা।

এই সিনেমায় কঙ্গনা ও মাধবনের পাশাপাশি আরও কিছু নামী-দামী অভিনেতা থাকবেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান...