33.9 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

ওরম্যাক্স জরিপে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সালমান-শাহরুখের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বিনোদন জগতের জনপ্রিয়তার নতুন মানচিত্র এ বছরও রেকর্ড করেছে অরম্যাক্স মিডিয়া। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ভারতের শীর্ষ ১০ জনপ্রিয় অভিনেতার তালিকায় দক্ষিণী সিনেমার তারকারা দাপট দেখিয়েছেন। তবে বলিউডের দুই বড় নাম—সালমান খান ও আমির খান এই তালিকা থেকে বাদ পড়েছেন, যা তাদের জন্য বড় সতর্কবার্তা।

অগ্রণী অবস্থানে আছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’ এবং ভক্তদের গভীর ভালোবাসার মাধ্যমে প্রভাস শীর্ষ স্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। তৃতীয় স্থানে উঠে এসেছেন ‘পুষ্পা ২’ খ্যাত আল্লু অর্জুন, যিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত।

বলিউড বাদশা শাহরুখ খান এখন চতুর্থ স্থানে অবস্থান করছেন। ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার সাফল্যের পরও তিনি শীর্ষ তিনের বাইরে। পঞ্চম থেকে অষ্টম স্থান দখল করেছেন দক্ষিণী তারকারা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর ও রামচরণ।

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার নবম স্থানে থাকলেও, দশম স্থান অধিকার করেছেন দক্ষিণী অভিনেতা নানি, ‘হিড়োহি’ ও ‘দাসরা’ সিনেমার জন্য প্রশংসিত।

এই জরিপ দক্ষিণী সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং বলিউডের আধিপত্য হ্রাসের প্রমাণ বহন করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

খেলাধুলা ডেস্ক : স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন...