32.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

ডাকাতের আতঙ্ক মির্জাগঞ্জে, পাহারা দিয়ে রাত কাটাছেন এলাকাবাসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। গতকাল শনিবার রাতে পুরো উপজেলার বেশ কিছু এলাকায় মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করা হয় এবং এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের উদ্যোগে পাহারা দিতে শুরু করেন। ফলে, রাতভর নিরাপত্তা নিয়ে তারা নির্ঘুম রাত কাটান। পুলিশও এই পরিস্থিতিতে পুরো এলাকা তদারকি করতে সতর্ক অবস্থানে ছিল। তবে, কোথাও কোনো ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি।

পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে মির্জাগঞ্জ উপজেলায় ডাকাতি ও চুরির ঘটনা অনেক বেড়ে গেছে। সম্প্রতি মাধবখালী ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতি হয়েছে, পাশাপাশি প্রায় প্রতিটি রাতে গরু, ছাগল, অটোরিকশা ও রিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটছে। এর ফলে রাতের বেলা এলাকাবাসী আতঙ্কে থাকে এবং প্রায় সবাই নিরাপত্তার জন্য পাহারা দিতে থাকে। গত রাতে আমি নিজেও ডাকাত আতঙ্কে ঘুমাতে পারিনি।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ‘ডাকাত আতঙ্কের খবর পাওয়ার পর আমরা পুরো উপজেলায় পুলিশি টহল আরো জোরদার করেছি। এলাকা প্রত্যেকটি খেয়াল রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। তবে, আমরা খুশি যে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। আমাদের একাধিক টিম রাতভর রাস্তায় ছিল এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছিল। কিছুদিন আগে, ডাকাতি করার সময় একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত কয়েক মাসে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছে। ডাকাতি, চুরি, গরু-ছাগল চুরি এবং যানবাহন চুরির মতো ঘটনা প্রায়ই ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত এবং এমন পরিস্থিতিতে তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...