28.6 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে ফেক নিউজ, ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ওয়াল স্ট্রিট জার্নালের ওপর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল ও তার মালিক প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন, রুপার্ট মারডকের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। অভিযোগ, ২০০৩ সালের জেফ্রি এপস্টাইনের জন্মদিনের একটি বইয়ে ট্রাম্পের নামে একটি সুস্পষ্ট যৌন সংকেতযুক্ত শুভেচ্ছা ও ‘গোপন কথা’ উল্লেখ করে প্রতিবেদনে তার খারাপ সুনাম নষ্ট করা হয়েছে।

মামলাটি মিয়ামি ফেডারেল আদালতে করা হয়েছে। এপস্টাইন ২০১৯ সালে নিউইয়র্কের জেলে আত্মহত্যা করেন। এই কাণ্ড থেকে নানা ষড়যন্ত্র তত্ত্ব উত্থাপিত হয়েছে, যা ট্রাম্পের সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ট্রাম্প দাবি করেছেন, ২০০৬ সালের আগে এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “আমরা এখনই একটি শক্তিশালী মামলা দায়ের করেছি যাদের বিরুদ্ধে যারা মিথ্যা, ক্ষতিকর এবং মানহানিকর খবর প্রকাশ করেছে।” মামলাটিতে বলা হয়েছে, এই প্রতিবেদনটির সত্যতা যাচাই করা হয়নি এবং এটি ট্রাম্পের সুনাম বিনষ্ট করতে প্রকাশিত হয়েছে।

নিউজ কর্পোরেশনের ডাউ জোনস জানিয়েছে, তাদের প্রতিবেদনের সঠিকতা ও নির্ভরযোগ্যতার ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তারা মামলা মোকাবেলায় প্রস্তুত।

মানহানির এই মামলাটি ইতিহাসে সর্ববৃহৎ হতে পারে, কারণ সাধারণত এ ধরনের মামলায় ১০ বিলিয়নের মতো পরিমাণ পাওয়া যায় না।

এরই মাঝে বিচার বিভাগ জেফ্রি এপস্টাইনের গ্র্যান্ড জুরি ফাইল প্রকাশের চেষ্টা চালাচ্ছে, যা এপস্টাইনের অপরাধ সংক্রান্ত আরও তথ্যের সন্ধান দিতে পারে। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান...