Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে বই পড়ে কৃতিত্ব অর্জনের জন্য ২ হাজার ৩০৩ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা রাজশাহীর ৫৬টি স্কুল থেকে নির্বাচিত হয়। দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে ‘স্বাগত’, ‘শুভেচ্ছা’, ‘অভিনন্দন’ ও ‘সেরা পাঠক’—এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু এবং গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান।
আলোচকরা বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা মানসিক উৎকর্ষ ও আলোকিত ভবিষ্যতের পথ তৈরি করে। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সরাসরি পুরস্কার গ্রহণ করে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের পক্ষে তাদের শিক্ষক-সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন।
গ্রামীণফোন এই কর্মসূচির বই স্পন্সর করে এবং আগামী বছরগুলোতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেয় আয়োজক কর্তৃপক্ষ।