30.2 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান ট্রফি ও মেডেল। তিনবারের ব্যালন ডি’অর জয়ীর এই অর্জনগুলো রাখা ছিল তার মার্শেইয়ের কাছাকাছি কাসিস শহরের বাড়িতে।

ফরাসি দৈনিক লেকিপে-এর খবরে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুচেস-দ্যু-রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরির ঘটনা ঘটে। তিনি বাগান থেকে শব্দ শুনে বাইরে এগিয়ে যান এবং কালো হুডি ও পোশাক পরা এক সন্দেহভাজনকে জানালার পাশে দেখতে পান। মুহূর্তেই লোকটি পালিয়ে যায়।

পরে প্লাতিনি বাড়ির ভেতরে গিয়ে দেখতে পান, তার বাগানের ছাউনির কিছু অংশ ভাঙা এবং ঘর থেকে ট্রফি ও মেডেল উধাও। সেগুলো ছিল তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন, যার মধ্যে রয়েছে ইউরো ১৯৮৪ জয়, ব্যালন ডি’অর ট্রফি, এবং ক্লাব জুভেন্টাসের হয়ে পাওয়া ইউরোপিয়ান কাপ।

ফরাসি রেডিও আরটিএল জানিয়েছে, স্থানীয় প্রসিকিউটর কার্যালয় বিষয়টি তদন্ত করছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অঁবজেন ব্রিগেডকে। এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জেতেন প্লাতিনি। ফ্রান্সের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা এই কিংবদন্তি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সভাপতি ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমিনা কাচালিয়ার প্রেমে পরে কেঁদেছিলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : নেলসন ম্যান্ডেলা একবার ঠাট্টা করে বলেছিলেন, "মেয়েরা যদি আমার দিকে তাকায় এবং আমার প্রতি আগ্রহ দেখায় তাহলে...