32.1 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫

বল স্ট্যাম্পে লাগলো কিন্তু পড়লো না বেলস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
ক্রিকেট মাঠে কত বিচিত্র ঘটনাই না ঘটে থাকে। যা দেখে খেলাটির প্রতি আরও আকৃষ্ট হন দর্শকরা। তেমনই একটি ঘটনা দেখা গেলো অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টে। যেখানে পেসারের বল স্ট্যাম্পে লেগেও পড়েনি বেলস। আর তাতে হেসেই খুন ব্যাটার বেন স্টকস।
চলতি অ্যাশেজ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড। এরই মধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চতুর্থ ম্যাচেও ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা।
ক্যামেরন গ্রিনের করা ইনিংসের ৩১তম ওভারের প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন স্টোকস। ভেতরে ঢোকা সেই ডেলিভারি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের গ্লাভসে জমা পড়ার আগে আঘাত হানে স্ট্যাম্পে। কিন্তু বোলার-ফিল্ডাররা ভেবেছিলেন বল লেগেছে প্যাডে।
তাই আবেদন করে অস্ট্রেলিয়া। লেগ বিফোরের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ারও। সঙ্গে সঙ্গে রিভিউ নেন স্টোকস। রিপ্লেতে দেখা যায় প্যাড থেকে অন্তত ৪-৫ ইঞ্চি দূর দিয়ে গেছে বল। তবে যাওয়ার পথে আঘাত হানে অফস্ট্যাম্পে। কিন্তু ১৩৪ কিমি প্রতি ঘণ্টার সেই ডেলিভারি স্ট্যাম্পে লাগার পরেও বেলস মাটিতে পড়েনি।
যে কারণে বেঁচে যান স্টোকস। আর রিভিউয়ের সময় জায়ান্ট স্ক্রিনে যখন দেখাচ্ছিল স্ট্যাম্পে বল লাগার ঘটনা, তখন হেসে কুটিকুটি হন স্টোকস। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে দেখা যায় পুরোপুরি হতাশার চিত্র।
দলীয় ৫৭ রানে বেঁচে গিয়ে পঞ্চম উইকেটে আরও ১০৭ রান যোগ করেন স্টোকস ও বেয়ারস্টো। আর ব্যক্তিগত ১৬ রানে বেঁচে যাওয়া স্টোকসের ব্যাট থেকে আসে সবমিলিয়ে ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত স্টোকসকে সাজঘরে পাঠান নাথান লিয়ন।
- Advertisement -spot_img
সর্বশেষ

আমিনা কাচালিয়ার প্রেমে পরে কেঁদেছিলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : নেলসন ম্যান্ডেলা একবার ঠাট্টা করে বলেছিলেন, "মেয়েরা যদি আমার দিকে তাকায় এবং আমার প্রতি আগ্রহ দেখায় তাহলে...