মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত গোটা বাংলাদেশ। শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তারকারাও। আবার অনেকেই সরব শিশুদের সহায়তা করার জন্য।
এবার শোক প্রকাশ করে পোস্ট করলেন সাবিলা নূর। তিনি লিখেন, “আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?”
পুরো বাংলাদেশ নাহয় আগামীকাল এইচএসসি পরীক্ষা দিবে বুঝলাম, কিন্তু যেই মাইলস্টোন কলেজে আজ এতো বড় ঘ’টনা ঘটে গেলো, সেখানের শিক্ষার্থীরা কিভাবে এতো বড় ‘ট্র’মা’ নিয়ে পরীক্ষার হলে বসবে সেটাও আপনারা একটু ভেবে দেখিয়েন মাননীয় শিক্ষা উপদেষ্টা